![লাকসামে সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/laksam_abnews_116607.jpg)
লাকসাম (কুমিল্লা), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : “এসো হে তরুণ সততার পতাকার তলে, দুর্নীতি দূর হোক আলোকিত মানুষের মিছিলে”এ শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে সততা সংঘের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দূপক) সভাপতি মজিবুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন- ইউএনও মো. রফিকুল হক, দূর্নীতি দমন কমিশন জেলা উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, অধ্যাপক আমির আলী চৌধুরী, শাহ মো. আলমগীর খাঁন, বদরুল হুদা জেনু, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, রোকেয়া হোসেন শিল্পী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর আবদুল আলিম দিদার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আওরঙ্গজেব খাঁন রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এবিএন/ইকবাল হোসেন মিন্টু/জসিম/এমসি