শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

যশোরে দিবালোকে যুবক খুন

যশোরে দিবালোকে যুবক খুন

যশোর, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : প্রকাশ্যে দিবালোকে টিপু সুলতান (২৫) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। টিপু ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। টিপু টিবি ক্লিনিক মোড় এলাকায় সিঙ্গাড়া বিক্রি করতেন।

টিপুর স্ত্রী শর্মি জানান, মোটরসাইকেলে করে দুই সন্ত্রাসী আসে তাদের দোকানের সামনে। এ সময় দোকানে বসে থাকা ট্যাবলেট সোহেলকে গুলি করে তারা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকের ডান পাশে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, আমি শুনেছি। অফিসার সৈয়দ আলমগীর হোসেনকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারবো।#

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত