সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘রিজভী-ফখরুলের ভিন্ন সুরে খালেদা-তারেক দ্বন্দ্বের প্রকাশ’

‘রিজভী-ফখরুলের ভিন্ন সুরে খালেদা-তারেক দ্বন্দ্বের প্রকাশ’

‘রিজভী-ফখরুলের ভিন্ন সুরে খালেদা-তারেক দ্বন্দ্বের প্রকাশ’

ঢাকা, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : রংপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতার কাছ থেকে আসা ভিন্ন সুরে বক্তব্যকে খালেদা জিয়া ও তারেক রহমানের দ্বন্দ্বের প্রকাশ হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের অডিটরিয়ামের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান তিনি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মূল্যায়ন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী শুক্রবার দুই রকম প্রতিক্রিয়া দিয়েছেন।

রসিক নির্বাচনকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী কারচুপির নির্বাচন বললেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মূল্যায়ন উল্টো। তিনি মনে করেন, এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে তিনি এমনও বলেছেন যে, রংপুরের ভোটের ভিত্তিতেই নির্বাচন কমিশনের প্রতি তারা আস্থা জানাতে চান না।

এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘এটা ফখরুল সাহেব ও রিজভীকে জিজ্ঞেস করেন।.. আসলে বাজারে গুঞ্জন আছে- তাদের মধ্যে একজন তারেকের লোক, আরেকজন বেগম জিয়ার লোক।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত