
জাালপুর, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার চেষ্টা করা হলে রাজপথ বন্ধ করে দেওয়া হবে। জামালপুরে বিএনপির কর্মী সমাবেশে আজ শনিবার সকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রেখে হাসিনা নামমাত্র নির্বাচন করে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলনের মুখে সারা দেশে রাজপথ বন্ধ হয়ে যাবে। শেখ হাসিনার কথায় বাংলাদেশ চলবে না। খালেদা জিয়ার কথায়, তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে।