![তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ: এনামুল হক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/mp_abnews_116652.jpg)
বাগমারা (রাজশাহী), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ মানেই উন্নয়ন। সবাই ঐক্যবব্ধ হয়ে থাকলে এলাকার উন্নয়ন সম্ভব। তাই এলাকা ও দলের স্বার্থে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। তিনি শনিবার দুপুরে বাগমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দলের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। এটি কোনো ব্যক্তিগত বা ব্যক্তির স্বার্থের জন্য। তাই সবাইকে দলের গঠনতন্ত্র মেনে দল করতে হবে। দলের গঠনতন্ত্র অমান্যকারীদের কোনো স্থান নেই। এনামুল হক বলেছেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে তৃণমূল থেকেই কাজ করতে হবে। তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। তিনি দলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাদের ভূমিকার প্রশংসা করেন।
উপজেলার সালেহা ইমারত কোল্ডস্টোরেজের হলরুমে অনুষ্ঠিত উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দীন, যুবলীগের সভাপতি আল-মামুন, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন, মাহাবুর রহমান, আজাদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাশ রানা, সদস্য জাহানারা বেগম, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ- প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু প্রমুখ।
এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি