মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

নাটোরে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নাটোরে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নাটোর, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে নাটোরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

দুই লাখ ৩৬ হাজার ৩৭৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ শনিবার সকালে নাটোর সদর হাসপাতালে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ এসএম জাকির হোসেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ।

কর্মসূচীর আওতায় জেলার মোট এক হাজার ৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ২৩৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১২ হাজার ১৪০ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

কর্মসূচীর সফল বাস্তবায়নে জেলায় সাতটি মনিটরিং টিমের তত্ত্বাবধানে ১৯৬জন স্বাস্থ্য সহকারী, ১৮৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ৩০৫ জন পরিবার কল্যাণসহকারী ছাড়াও দুই হাজার ১৫২জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

নির্ধারিত কেন্দ্র ছাড়াও ভ্রমণরত শিশুদের নাটোরের ভৌগলিক এলাকায় আগমন ঘটলে বাসটার্মিনাল ও রেল স্টেশনগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্বাস্থ বিভাগ সূত্রে জানা গেছে।

এবিএন/রাজু আহমেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত