![সিংড়ায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/vitamin_abnews_116656.jpg)
নাটোর, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে নাটোরের সিংড়ায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
৫৫ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ শনিবার সকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম। কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৩০৩টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫০ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য শিশুর মা ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/রাজু আহমেদ/জসিম/এমসি