![তিতাসে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদ্ধোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/vitamin_abnews_116671.jpg)
তিতাস (কুমিল্লা), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদ্ধোধন করেন স্থানীয় এমপি আমির হোসেন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন- সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ প্রধান, আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি এবিএম সামসুল হক মাষ্টার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউসুফ মুন্সিসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সের ৩৫৯৮ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের ২৬,৬০৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উপজেলার ২২৬টি কেন্দ্রে মোট ৩০,২০৩ (ত্রিশ হাজার দুই শত তিন) শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এবিএন/কবির হোসেন/জসিম/এমসি