রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জাতীয়
  • ‘মুক্তিযোদ্ধা আফছার হত্যার বিচার প্রয়োজনে ট্রাইবুনালে সুরাহা করা হবে’
সোনাগাজীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

‘মুক্তিযোদ্ধা আফছার হত্যার বিচার প্রয়োজনে ট্রাইবুনালে সুরাহা করা হবে’

‘মুক্তিযোদ্ধা আফছার হত্যার বিচার প্রয়োজনে ট্রাইবুনালে সুরাহা করা হবে’

সোনাগাজী, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : সোনাগাজীতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা নুরুল আফছার হত্যার সাথে উপজেলা পর্যায়ের এক বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডারের জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ওই ব্যাপারে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। প্রয়োজনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিষয়টির সুরাহা করা হবে।

তিনি আরও বলেন, সরকার সারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। আজ শনিবার দুপুরে সোনাগাজীর আমিরাবাদ বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো এক একটি এক এক রকম নকশায় ও গণকবরগুলো অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে- যাতে করে পরবর্তী প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।

এছাড়াও রংপুরে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ওই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর পরাজয় ঘটলেও সেখানে মূলত গণতন্ত্রেরই জয় হয়েছে। সেখানে অনেকটা ভোট উৎসব হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছে।

শতবর্ষের উৎসব উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক মহিলা এমপি অধ্যাপিকা পান্না কায়সার, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, মিডিয়া ব্যক্তিত্ব শমী কায়সার,স্কুলটির প্রতিষ্ঠাতা বিসি লাহার নাতনি লক্ষি লাহা যিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতা থেকে অনুষ্ঠানে যোগদান করেন।

এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

পরে মন্ত্রী বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও নবাবপুর বাজারে ‘কায়সার-রায়হান স্মৃতি পাঠাগার’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রসঙ্গত, ১৮১৭ সালে সোনাগাজীর আমিরাবাদের তৎকালীন জমিদার ভবানী চরন লাহা (বিসি লাহা) স্কুলটি প্রতিষ্ঠা করেন।ভারত বর্ষ বিভাগের সময় তিনি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসের জন্য দেশ ত্যাগ করে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত