![শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/death-logo_116691.jpg)
শিবপুর (নরসিংদী), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার ঘরবাড়ি বাজারে মাইক ও সাউন্ড বক্স এর দোকানের ব্যবসায়ী মো: শফিক মিয়া (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ শনিবার ২৩ ডিসেম্বর দুপুর ১টায় মানিকদী পশ্চিম পাড়া গ্রামে মাইক লাগানোর সময় ঘটনাস্থলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
জানা যায়, মনিকদী গ্রামে মৃত ফাইজ উদ্দিন এর বাড়িতে আজ ওয়াজ মাহফিলে মাইক লাগাতে গিয়ে ১১ হাজার বল্টের তারের উপর দিয়ে মাইকের তার নিতে গিয়ে হাতে থাকা পেঁচানো তারের সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
সংবাদ পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতের পিতা মানিকদী গ্রামের মঙ্গল মিয়া নিকট বুঝিয়ে দেন। কোন প্রকার অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশটি বাদ মাগরিফ ঘরবাড়ি বাজার জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক