শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হবিগঞ্জে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

হবিগঞ্জে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

হবিগঞ্জে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

হবিগঞ্জ, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : হবিগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ী (কালীগাছ তলা) মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। আজ শনিবার কালীগাছতলা প্রাঙ্গনে ডাঃ অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

উদ্বোধন অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি বলেন কালীগাছ তলা মন্দির হবিগঞ্জের একটি উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ন স্থান। এ মন্দিরের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন প্রধান অতিথি। তিনি বলেন পর্যায়ক্রমে এ মন্দিরে আরো সহয়তা দেয়া হবে। তিনি সরকারের সহযোগিতার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য ভক্তবৃন্দকেও সামর্থ অনুযায়ী অনুদান প্রদানের আহবান জানান।

এডভোকেট মোঃ আবু জাহির বলেন বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ ভুমিকা পালন করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে তিনি সর্বসাধারনের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্দির নির্মান কমিটির আহবায়ক, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর দীলিপ দাস, এডভোকেট আফিল উদ্দিন জিপি, এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, জেলা পরিষদের সদস্য নূরুল আমীন ওসমান, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী সুবোধ বণিক, স্বপন বনিক, সুনীল সরকার প্রমুখ। আলোচনা সভার পরে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বেইজ ঢালাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

এবিএন/মো: নুরুজ্জামান ভুইয়া/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত