![পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসফের পতাকা বৈঠক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/23-12-2017(1)_116703.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৩ ডিসেম্বর, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তে দায়িত্বরত বিজিবি ও বিএসএফয়ের মধ্যে সৌহার্দ্য অটুট রাখার লক্ষ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১টায় সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় এ বৈঠকটি হয়।
বৈঠকে নেতৃত্ব দেন ২০-জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ও বিএসএফের পক্ষে ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ট্রিভস্ রেড্ডী। এসময় উপস্থিত ছিলেন দুই দেশের উর্ধতন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তা বৃন্দ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক