বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জামালপুরে দুই গুণীর স্মরণসভা অনুষ্ঠিত

জামালপুরে দুই গুণীর স্মরণসভা অনুষ্ঠিত

জামালপুর, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : জামালপুরে দুই গুণীর স্মরণসভা আজ শনিবার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হয়। বর্ষিয়ান রাজনীতিক-লেখকদ্বয় হলেন-মুুক্তিযুদ্ধের সংগঠক ক্ষিতিশ চন্দ্র তালুকদার ও শেখ আব্দুল জলিল। স্মরণসভা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট আনসার আলী এতে সভাপতিত্ব করেন।

স্মরণসভায় প্রবন্ধ পাঠ করেন-উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ দেব রাজন ও ডা. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন-জেলা সিপিবির সাবেক সভাপতি আলী আক্কাছ, ক্ষিতিশ তালুকদারের ছেলে সভ্রত তালুকদার, জলিলের ছেলে ডা. মেহেদী ইকবাল, বুদ্ধিজীবি লেখক ড. সুধারাম দাস, গণতান্ত্রিক মুক্তি ইউনিয়নের সম্বনয়ক নাছির উদ্দিন আহম্মেদ নাসু, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেত উজ্জামান রতন, গণতন্ত্রী পার্টির সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দৈনিক সংবাদের প্রবীণ সাংবাদিক উৎপলকান্তি ধর, বিপ্লবী ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সালাহ উদ্দিন মুকুল, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, গণমুক্তি আন্দোলনের জেলা সমন্বয়ক শিবলুল বারী রাজু, জেলা জাসদের সম্পাদক ইকরামুদৌলা হিল্লোল, কেন্দ্রীয় ছাত্র সমিতির সাবেক সহসভাপতি আজাহার আলী, জেলা সিপিবির সভাপতি কমরেড মোজাহারুল হক, সিবিপি নেতা দোদুল সরকার প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আলমগীর আহম্মেদ শাহজাহান।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত