শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় সিটি স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন

ডিমলায় সিটি স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন

ডিমলা (নীলফামারী) , ২৪ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারী ডিমলা উপজেলায় ২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে এই প্রথম তথ্য ও প্রযুক্তি সমুদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উপজেলার বাবুরহাট এম,পি পেট্রোল পাম্পের সামনে “ডিমলা সিটি স্কুল অ্যান্ড কলেজ”র শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান লেবুর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন ডিমলা সিটি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদ কমিটির সদস্য সারোয়ার জাহান সোহাগ।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ডিমলা আরবিআর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকার, ডিমলা বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুল হক, ডিমলা জনতা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল লথিফ খান, ডিমলা বি,এম,আই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম রব্বানী প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, স্থানীয় সুধীজন ও ডিমলা রিপোর্টার্স ইউনিটি (ডি,আর,ইউ)’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রেজা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংদেশের জনসংখ্যার সাথে বিদ্যালয়ের চাহিদা দ্বি-গুন বেড়েছে তাই এসময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ হিসেবে আত্মপ্রকাশ করায় অত্র এলাকার ছাত্র-ছাত্রী অবিভাবকদের সমস্যা সমাধানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এবিএন/ বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত