
কাউখালী, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখকে বিদায় সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা পরিষদ। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহারেন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবির, ওসি তদন্ত মো. মহিবুল্লাহ, সহকারী ভূমি কমিশনার মাধবী রায়, সমাজ সেবক আ. লতিফ খসরু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিন শাহাজাদী রেবেকা চৈতী।
আলোচনায় বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ পিরোজপুরে কর্মকালীন সময়ে তার সততা, নিষ্ঠা, জনবান্ধবমুখী প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সদালাপী, বন্ধুবৎসল ও দ্বায়িত্বশীল মানুষ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর