![নারায়ণগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/24/road-accident@abnews24_116740.jpg)
নারায়ণগঞ্জ, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে যাত্রী নিয়ে সিদ্দিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় যাওয়ার পথে অন্তিম গ্রুপের একটি স্টাফ বাস খাদে পড়ে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) সরফুদ্দিন জানান, আহতরা সবাই গার্মেন্টশ্রমিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এবিএন/সাদিক/জসিম/এসএ