শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলা র পাচুরিয়া ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে এমবি আরএম আঞ্চলিক কমান্ডার লেংরা ইদ্রিস (৫৫)কে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ইদ্রিস ফজের বরাট ইউনিয়নের নবগ্রাম ব্যাপারীর ছেলে।

রাজবাড়ী সদর থানার তদন্ত ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, গতকাল শনবার সন্ধ্যায় ইদ্রিসকে গোয়ালন্দ থানার একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে অস্ত্র ও গুলি আছে তার স্বীকারোক্তি র ভিত্তিতে নবগ্রামে পুলিশের একটি বিশেষ দল গিয়ে একটি ওয়ানসুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ইদ্রিস এর নামে হত্যা সহ ৫টি মামলা আদালতে বিচারাধীন আছে। তার নামে অস্ত্র আইনে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত