![চকরিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/24/arrest_abnews_116768.jpg)
চকরিয়া, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাল ইয়াবাসহ নয়ন সাহা (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া শহিদ আবদুল হামিদ বাস টার্মিনাল (পৌর বাস টার্মিনাল) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবার বড়ি উদ্ধার করা হয়। যান আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলে র্যাব জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী নয়ন সাহা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার উত্তম সাহার ছেলে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মো.রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে নয়ন সাহার নেতৃত্বে একটি ইয়াবা সিন্ডিকেট কক্সবাজার থেকে ইয়াবা সরবরাহ করে ঢাকায় নিয়ে বিক্রী করে আসছিল। গোপন সংবাদেও ভিত্তিতে র্যাবের একটি টিম চকরিয়ার পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ৬০ হাজার পিস ইয়াবা বড়িসহ নয়ন সাহাকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত নয়ন সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি