শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় হরিণের মাংস উদ্ধার, আটক ২

কয়রায় হরিণের মাংস উদ্ধার, আটক ২

কয়রা (খুলনা), ২৪ ডিসেম্বর, এবিনিউজ : উপজেলার দক্ষিণ বেদকাশির সুন্দরবন সংলগ্ন জোড়শিং এলাকার বেড়িবাঁধ থেকে আজ রবিবার ভোর রাতে পুলিশ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।

এ সময় নুরমোহাম্মাদ গাজীর পুত্র হুমায়ুন কবির হুদা (৪০) আমানউল্লাহ মোল্লার পুত্র খোকন (৪৮) হরিণের মাংস সহ পুলিশের হাতে আটক হয়।

কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, জোড়শিং এলাকা থেকে হরিণের মাংস পাচার সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল ইসলাম অভিযান চালিয়ে ২০ কেজি মাংস সহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে কয়রা থানায় মামলা করেছে। মামলা নং ৯ তাং ২৪/১২/১৭ই। মামলার অন্য অসামীরা হলো জোড়শিং গ্রামের আফতাব গাজীর পুত্র সলেমান, গোলাপ গাজীর পুত্র জালাল, কাশেম গাজীর পুত্র বাবুল ও রসুল।

স্থানীয়রা জানিয়েছেন এ সকল চোরাশিকারীরা সুন্দরবনে ফাঁদ পেতে দীর্ঘদিন ধরে হরিণ শিকার করে মাংস বিক্রি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে। গত ৪ মে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা হরিন শিকারী লক্ষ্য করে গুলিবর্ষণ করলে চক্রটি বনের মধ্যে পালিয়ে যায়।

পরদিন সন্ধ্যার পর সন্দেহ বশত জোড়শিং এলাকায় মাকসুদুর রহমান খোকন নামের এক যুবকের হাত পা ভেঙে গুড়িয়ে দেয় তারা।

এবিএন/শাহিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত