![লাকসামে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীদের মধ্যে চলছে ভোটযুদ্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/24/comilla_abnews24_116796.jpg)
লাকসাম (কুমিল্লা), ২৪ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লার লাকসাম উপজেলায় চলছে তিনটি ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওই তিনটি ইউনিয়নে নির্বাচন। ভোটারদের কাছে টানতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে চলছে ভোটযুদ্ধ। উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ ও বিএনপি দলীয় প্রার্থীদের পদভারে মুখরিত গ্রাম-গঞ্জের চা দোকান, হাটবাজারসহ বিভিন্ন পাড়া ও বাড়ি।
নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে গ্রামের হাটবাজারগুলোতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নির্বাচনী ক্যাম্প করে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শাহীদুল ইসলাম শাহীন, বিএনপি দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাটোয়ারী ।
মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রশিদ, বিএনপি প্রার্থী আবুল বাশার, জাতীয় পার্টির খোরশেদ আলম। বাকই দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল, বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন, জাতীয় পার্টির আবদুর রশিদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের খোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী মোঃ জসিম উদ্দিন।
ওই প্রার্থী ও সমর্থকদের ব্যাপক প্রচার প্রচারনায় ইউনিয়নগুলোতে এখন নির্বাচনী আমেজ আর ভোটের উত্তাপ চলছে। প্রার্থীরা বিভিন্ন সভা ও অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও গণসংযোগ চালিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। মেম্বার পদে প্রার্থীরাও প্রতীক পাওয়ার পর নির্বাচনী মাঠে আটঘাট বেঁধে চুড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রচারণায় নেমে পড়েছেন।
এদিকে ইউপি সদস্য পদে তিনটি ইউনিয়নে ১০৭ জনের মধ্যে সাধারণ সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতায় মাঠে ভোট যুদ্ধে নেমেছেন। এর মধ্যে মুদাফরগঞ্জ ইউপির ২ নম্বার ওয়ার্ডে ১ জন ও বাকই দক্ষিণের ৯ নম্বার ওয়ার্ডে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রতীক বরাদ্ধের পর আওয়ামী লীগ প্রার্থীদের নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীকে প্রচার প্রচারণা জমে উঠলেও জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের তেমন প্রচার প্রচারণা চোখে পড়ছেনা। তবে বিএনপির ভেতর সৃষ্ট কোন্দলের কারণে দলীয় প্রার্থীর পক্ষে দলের একটি অংশ মাঠে নামলেও অপর অংশ নিশ্চুপ হয়ে ঘরে বসে রয়েছেন।
এবিএন/ইকবাল হোসেন মিন্টু/জসিম/রাজ্জাক