![দাউদকান্দিতে টিভিএস মোটরসাইকেলের শো-রোম উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/24/daudkandi_116831.jpg)
দাউদকান্দি, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিজ্যিক প্রানকেন্দ্র গৌরীপুরে বহুল পরিচিত টিভিএস মোটরসাইকেলের শো-রোম উদ্বোধন। রোববার দুপুরে গৌরীপুর হোমনা সড়কের আঙ্গাউড়ায় শো-রোমের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম।
গৌরীপুর টিভিএস এর স্বত্বাধিকারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর রিজিওনাল ম্যানেজার(সেলস) নসিবুর রহমান প্রধান, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাদুজ্জামান, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলী আশরাফ, টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর রিজিওনাল ম্যানেজার( সার্ভিস) মেহেদি আহসান, আমানুল আরিফ, শাফিউর রহমান, মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম লিপু, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, ব্যাংক এশিয়ার গৌরীপুর ব্রাঞ্চ ম্যানেজার মানজারুল ইসলাম ও আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার কে এম জালাল উদ্দিনসহ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্ধ ও মোটরসাইকেল মেকানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন। গৌরীপুর টিভিএস শো-রোম এর স্বত্বাধিকারী ও অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে টিভিএস বাইকের বিভিন্ন অফার ও সার্ভিসিং সুবিধা প্রদানের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা শুধু ব্যবসা করতে এখানে আসিনি, গৌরীপুর তথাদাউদকান্দির আর্থসামাজিক যেকোনো প্রয়োজনে টিভিএস আপনাদের পাশে থাকবে।
এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/রাজ্জাক