সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জাতীয়
  • ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

ঢাকা, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময় প্রকাশ করা হয়েছে। গত ৩ ডিসেম্বর এ পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

আজ রবিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পিএসসির ওয়েবসাইটে গিয়ে http://www.bpsc.gov.bd/-এ লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাচ্ছে পরীক্ষার আসন বিন্যাস।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ৩৮তম বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত