![শায়েস্তাগঞ্জে মোটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/24/accident_abnews_116867.jpg)
হবিগঞ্জ, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : শায়েস্তাগঞ্জ-পুরাণ বাজার সড়কের ওর্য়াকশপ এলাকায় মোটর সাইকেলের চাপায় ভিংরাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সে বিরামচর গ্রামের মৃত রাশেদুল্লাহর পুত্র।
আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি বাড়ি ফেরার পথে রাস্তা অতিক্রম করার সময় মোটর সাইকেল চাপায় মারা যান।
এবিএন/নুরুজ্জামান ভুঁইয়া/জসিম/এমসি