শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পেকুয়ায় বন্দুকসহ যুবক আটক

পেকুয়ায় বন্দুকসহ যুবক আটক

চকরিয়া, ২৪ ডিসেম্বর, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠে অভিযান চালিয়ে পুলিশ দেশীয় তৈরী একটি লম্বা বন্দুকসহ আবদুর রহিম (২৪) নামের এক যুবকেেক আটক করেছে। আজ রবিবার দুপুর ১টার দিকে মগনামা ইউনিয়নের ধারিয়াখালী এলাকা থেকে অস্ত্রসহ রহিমকে আটক করা হয়। আটক রহিম ওই এলাকার বদিউল আলমের ছেলে।

এদিকে আটক রহিমের ভাই আবদুল মান্নান দাবী করেছন, তার ভাই একজন লবণ চাষি। দুপুরে লবণ মাঠের পরিচর্যা করছিল। ওই সময় জমি দখল করতে যাওয়া লিটন পুলিশ দেখে নিজের অস্ত্রটি রহিমের দিকে ছুড়ে ফেলে। পুলিশ ওই অস্ত্রসহ আমার ভাই আবদুর রহিম ও লিটনকে থানায় নিয়ে গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খান বলেন, সশস্ত্র লোকজন লবণ মাঠ দখল করার পাঁয়তারা করছে খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় বন্দুকসহ আবদুর রহিমকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। লিটনকে স্বাক্ষ্য দেওয়ার জনা আনা হয়েছে বলে তিনি দাবি করেন।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত