![সোমবারের রাশিফল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/25/rashi_abnews_116886.jpg)
ঢাকা, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : নিজের ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই প্রাচীনকাল থেকেই। এ জানার অদম্য ইচ্ছার কারণেই জ্যোতিষশাস্ত্রের জন্ম। জ্যোতিষবিদ্যার রয়েছে অনেকগুলো পদ্ধতি। এর মধ্য নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ অন্যতম। এ পদ্ধতিতে জন্ম তারিখ, রাশির ভর সংখ্যা ও বছর বা দিনের নির্দিষ্ট সংখ্যা ইত্যাদি বিশেষ নিয়মে হিসাব করে ভাগ্যফল নির্ণয় করা হয়। যারা বিশ্বাসী তারা নিজের জীবনের সাথে মনে মনে মিলিয়ে দেখে। যারা অবিশ্বাসী তারা পড়ার পর ভুলে যাই। তবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস-অবিশ্বাস যাই থাকুক না কেন, নিজের ভবিষ্যতটা কিন্তু জানতে চান সবাই।
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল): বাড়ীতে বড় ভাই-বোনের সাথে কোনো কথাকাটাকাটি হতে পারে। সাপ্লাই কোম্পানির মালিকদের দিনটি কিছুটা ঝামেলার যাবে। নতুন কোনো ব্যবসায়ীক কথাবার্তায় আশানুরুপ অগ্রগতি হওয়ার কথা থাকলেও তা হবে না। বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বন্ধের দিন হওয়াতে সকল চাকরীজীবীরা আজ গার্হেস্ত কাজে ব্যস্ত হয়ে পড়বেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল - ২১ মে): আজ সরকারী চাকরীজীবীরা কোনো সামাজিক অনুষ্ঠানে সম্মানিত হতে পারেন। সাঙ্গঠনিক ভাবে আপনার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করার কারনে সম্মানিত হবেন। বেকারদের চাকরী সংক্রান্ত তদবির এ সফলতা আসবে। সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ প্রবল। বিদেশী প্রতিষ্ঠানে কর্তব্যরতদের নতুন চাকরীর সুযোগ আসবে। রোমান্স শুভ।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন): জীবীকার জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসু হবে। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীরা উচ্চ শিক্ষার্থে বিদেশ যেতে পারেন। ধর্মীয় কাজে অংশ নিতে কোনো মাজারে যাওয়ার সম্ভাবনা। বিদেশ সংক্রান্ত কোনো পরিকল্পণা সফল হতে পারে। পিতার সাহায্য পেতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। কাজ কর্মে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। আর্থিক বিষয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। শারীরিক অসুস্ততার কারনে হাসপাতালে যেতে হবে। দূর্ঘটনা সম্পর্কে সতর্কতা প্রয়োজন। বেসরকারী ব্যাংকে কর্মরতদের দিনটি ভালো যাবে না। কাজে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে চলেছে। সহকর্মীদের সাথে গোপনিয় বিষয়ে আলোচনা করবেন না।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট): আজ সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। অংশিদারী ব্যবসায় কিছু মুনাফার আশা করতে পারেন। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার যোগ প্রবল। আমদানি ও রপ্তানী বানিজ্যের সাথে জড়িতদের সময় ভালো যাবে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): দৈনন্দিন কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। কাজের লোকের সাথে চেঁচামেচি করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়তে পারেন। উচ্চ রক্তচাপের রোগিরা কোনো কাজের লোকের উপর অধিক নির্ভরশীল না হলেই ভালো করবেন। ঝুঁিক নিয়ে কোন কাজ করতে গেলে তাতে লোকসানে আশঙ্কা প্রবল। শরীর কিছুটা দূর্বল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): রহস্যজনক সম্পর্ক নিয়ে প্রেমিক প্রেমিকার মাঝে কোনো মনমালিন্য হতে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের সময় তুলনামূলক ভালো যাবে। শিল্পী ও সিনেমার কলাকুশলীদের কাজের চাপ বাড়তে পারে। সন্তানের পরীক্ষার সাফল্যে আনন্দিত হবেন। ভুল বুঝাবুঝির সম্মূখীন হতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে চলেছে। কোনো জমি ভূমি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। যানবাহন নিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন। কোনো আত্মীয়র সাথে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ক্ষুদে বিদ্যার্থীদের পরীক্ষায় ভালো করার সুযোগ আসবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় কিছু আয় হতে পারে। গার্মেন্টস ব্যবসায়ীরা বিদেশ থেকে কোন অর্ডার পেতে পারেন। ছোট ভাই বোনের শিক্ষা ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা। সাংবাদিক ও ফটো-সাংবাদিকদের দিনটি ব্যস্ততায় কাটবে। মানিএক্সচেঞ্জ ও বিকাশ এজেন্ট ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন। প্রতিবেশী কারো প্রতি দূর্বলতা দেখা দেবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): ব্যবসায়ীক কাজ কর্মে ব্যস্ত হয়ে পড়তে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। আজ বকেয়া কিছু বিল আদায় করতে পারেন। খাদ্য প্রস্তুত কারকদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। পাইকারী ব্যবসায়ীরা ভালো বেচাকেনা করতে পারবেন। জীবন সাথীর কাছ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা। কৃষিজীবীরা আজ ভালো আয় করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণের যোগ প্রবল। সামাজিক ক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্ত আপনার সুনাম ও মর্যাদা বাড়াতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায়ীক সুযোগ আসবে। সুযোগকে কাজে লাগাতে পারলে আগামী কয়েক দিন ভালো আয় রোজগার হবে। মানসিক শান্তি ফিরে পাবেন। তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বুঝাবুঝির কারনে জীবন সাথী রাগ করে চলে যেতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সকাল সকালই কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে দূর দেশে যাত্রার সম্ভাবনা রয়েছে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ নৌ-যান ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো আত্মীয়র দেশে আগমন হতে পারে। গোপন শত্রুতার কারনে আইনগত জটিলতা দেখা দিতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩
এবিএন/মাইকেল/জসিম/এমসি