![তিতাসে সড়ক র্দুঘটনায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/25/road-acc3@abnews_116918.jpg)
তিতাস(কুমিল্লা) , ২৫ ডিসেম্বর, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় পৃথক দুটি সড়ক র্দুঘটনায় ১জন নিহত এবং ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধা আনুমানিক ৭টায় হোমনা -গৌরীপুর সড়কের গাজীপুর নামক স্থানে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় রোববার সন্ধা আনুমানিক সাড়ে ৬ টায় ওই সড়কের কেশবপুর রাস্তা নামক স্থানে আকটি নছিমন সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে এক ব্রাক কর্মী গুরতর আহত হয়। আহত ব্রাক কর্মী বাবুল হোসনে(৪২) মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। অপর দিকে একই সড়কের গাজীপুর নামক স্থানে সন্ধা আনুমানিক ৭ টায় ইট বুঝাই পাওয়ার ট্রাকটর দুই পথ চারীকে চাপা দিলে ঘটনা স্থলে এক জন নিহত ও এক জন আহত হয়। নিহত মোকরম আলী (৪২) উপজেলার উলুকান্দি গ্রামের এবং আহত শাহজালাল(২২) ওই গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।
এবিএন/কবির হোসেন/জসিম/নির্ঝর