শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতপুরে বৃদ্ধাকে গলা টিপে হত্যা

দৌলতপুরে বৃদ্ধাকে গলা টিপে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) , ২৫ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর চরে ভবনন্দদিয়াড় মন্ডল পাড়া গ্রামে চুরি করতে এসে চোরেরা পয়ষট্টি বছরের এক বৃদ্ধাকে গলা টিপে হত্যা করেছে বলে জানাগেছে। পুলিশ ঐ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনালেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দিনগত রাতে পদ্মা নদীর চরে ভবনন্দদিয়াড় মন্ডল পাড়া গ্রামের মৃত হাতেম খাঁ এর স্ত্রী সফুরা খাতুন (৬৫) তার নিজ ঘরে ছোট নাতির সাথে ঘুমিয়ে ছিল। এ সময় একদল সংঘবদ্ধ চোর সিঁদ কেটে ঐ ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ সময় বৃদ্ধা সফুরা টের পেলে তাকে গলাটিপে হত্যা করে চোরেরা পালিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, বৃদ্ধাকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। পুলিশ চুরির ঘটনা সহ হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখছে বলে তিনি জানিয়েছেন।

এবিএন/জহুরুল হক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত