![রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বড় দিন উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/25/rajbari_abnews_116954.jpg)
রাজবাড়ী, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায় বড় দিন উদযাপন করেছে। আজ রবিবার সকালে রাজবাড়ী পৌরসভার কলেজপাড়া ক্যাথোলিক চার্জে প্রার্থনার মধ্য দিয়ে জন্মদিনের শুভ সূচনা করে খিস্টান সম্প্রদাযের পরিবারগুলো।
প্রার্থনার পর ধর্মীয় আলোচনা সভা ও কেক কেটে জেলায় বসবাসরত শতাধিক খ্রিস্টান সম্প্রদায়ের পরিবার। ক্যাথোলিক চার্জের সভাপতি জেমস হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড এম এ খালেক, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কর্মকার, জেলা ইমাম কমিটির সভাপতি বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও কেক কাটার পর আমন্ত্রিতত অতিথিদের মাঝে খ্রিস্টধর্মালম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল উপহার প্রদান করেন রাজবাড়ীতে বসবাসরত খ্রিস্টধর্মলম্বীরা।
বড়দিন উপলক্ষে জেলা শহরের বাড়তি নিরাপত্তা গ্রহণ করে ব্যাপক সংখক নিরাপত্তা বাহিনী।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি