
বেনাপোল, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : সীমান্ত থেকে ভারতে পাচারের সময় আবারও বাংলাদেশি দুই টাকার নোট ৮৪ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে এ টাকা জব্দ করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবর আসে বাংলাদেশি টাকার একটি চালান বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২টি বস্তা উদ্ধার করা হয়।
পরে ওই বস্তার মধ্য থেকে দুই টাকার নোট ৪২ হাজার পিস ৮৪ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা রেখে পালিয়ে যায়।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, ভারতে পাচারের সময় বেনাপোলে বাংলাদেশী দুই টাকার নোট ৮৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক টাকা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি