বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কালিয়াকৈরে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কালিয়াকৈরে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে একটি বনের পাশের ক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর এলাকার একটি বনের পাশের ক্ষেতে মাটি চাপা দেওয়া অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান বলেন, গতকাল রবিবার বিকেলে উপজেলার বড়গোবিন্দপুর এলাকার একটি বনের পাশের ক্ষেতে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাটি খুড়ে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে নীল রংয়ের প্রিন্টের সেলোয়ার কামিজ ও কালো রংয়ের বোরকা এবং গলায় মাফলার ছিল।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিন চার দিন আগে ওই নারীকে হত্যা করার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে দুর্বৃৃত্তরা তাকে মাটি চাপা দিয়ে রেখে ছিল।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত