
লালপুর (নাটোর), ২৫ ডিসেম্বর, এবিনিউজ : নাটোরের লালপুরে মেধাবী কলেজ ছাত্র জালাল হত্যার এক বছর পেরিয়ে গেলেও ঘটনার মূল আসামীরা গ্রেফতার না হওয়ার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতার করে বিচারের দাবিতে সড়ক অবরোধ, ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারসহপাঠি এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
আজ সোমবার সকালে জেলার লালপুর বাজারের ত্রিমোহনী মোড়ে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, মনজুর রহমান মিঠু, জালালের মা রাজিয়া বেগম ও জালালের বোন সাহিদা আক্তারসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে লালপুরকে অচল করে দেয়া হবে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পরে একটি বিক্ষোভ মিছিল লালপুর থানা হয়ে পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিল ও সমাবেশে এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশ নিয়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর বন্ধুদের হাতে খুন হয় পাবনা এডওয়ার্ড কলেজের মাস্টার্সের ছাত্র জালাল। উপজেলার উত্তর লালপুরের সাহেব আলীর ছেলে জালালের লাশ পরের দিন পদ্মারচর থেকে মাথা পুতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় সে সময় তার দুই বন্ধু রুবেল ও সাদ্দামকে আটক করে পুলিশ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেও ঘটনার সাথে জড়িত মূল আসামীরা এখনো কেউ গ্রেফতার হয়নি।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি