![নারায়ণগঞ্জ সদর থানার ওসি প্রত্যাহার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/25/oc_116981.jpg)
নারায়ণগঞ্জ, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : দায়িত্বে অবহেলা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে থানা থেকে প্রত্যাহার করে তাকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জায় অনুষ্ঠান চলছিল। এ সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতের হকারদের সরানোর নির্দেশ দেয়া হয় মডেল থানার ওসি মীর শাহীন শাহ পারভেজকে। কিন্তু দায়িত্ব পালন করতে তিনি ব্যর্থ হন। একজন অতিরিক্ত পুলিশ সুপার তার ব্যর্থতার কথা উল্লেখ করলে ওসি পারভেজ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।এ কারণে পুলিশ সুপার মইনুল হক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেন।
এবিএন/মমিন/জসিম