বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ: আটক ২

পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ: আটক ২

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) , ২৬ ডিসেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোঃ মাইজ উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চরফরাদী ইউনিয়নের চরটেকীয়া পূর্ব পাড়া গ্রামে আজ সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৫-২০ দিন আগে তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছে। প্রায় সময় তাদের মধ্যে দাম্পত্য কলহ ও পারস্পরিক সন্দেহ লেগেই থাকত। গতকাল দুপুরে নিহতের স্ত্রীর ভাই মোঃ সোহেল (৩৬) সিলেট থেকে তাদের বাড়ীতে বেড়াতে আসে ও রাত্রী যাপন করে। আজ সকালেই বসত ঘরে মাইজ উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে নিহতের স্ত্রী ও তার ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। স্থানীয় মেম্বার মো. রফিকুল ইসলাম ও চরফরাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে নিহতের স্ত্রী রিমা আক্তার ও তার ভাই সোহেলকে আটক করার কথা জানান। তদন্ত সাপেক্ষে বিষয়টি পরিষ্কার হবে বলেও তিনি জানান।

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত