বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডিমলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

ডিমলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

ডিমলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) , ২৬ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারী ডিমলা উপজেলায় গত কাল রবিবার ২৪ শে ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত চলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষা দুইটি কেন্দ্রে মোট ৬০১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিমলা রানীবৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা সুশৃঙ্গল ভাবে অনুষ্ঠিত ও ফলাফল প্রকাশ করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আবেদনকৃত শিক্ষার্থী ছিল ২৬১ জন । তার মধ্যে ১ জন অনুপস্থিত, ২৬০ জনের মধে সরকারি বিধি মোতাবেক মেধা তালিকায় ৫০ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন,প্রতিবন্ধি কোটায় ১ জন্য, সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬ জন সহ মোট ৬০ জন শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়।

অপরদিকে ডিমলা রানীবৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ে আবেদনকৃত শিক্ষার্থী ৩৪৪ জন । তার মধ্যে ৩ জন অনুপস্থিত, ৩৪১ জনের মধে সরকারি বিধি মোতাবেক মেধা তালিকায় ৫০ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন,প্রতিবন্ধি কোটায় ১ জন্য, সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬ জন সহ মোট ৬০ জন শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়।

এ বিষয়ে ডিমলা রানীবৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল হানিফ সরকার ও ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো. মাহফুজুল হক জানান যে, সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ও ফলাফল প্রকাশ করা হয়। দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভর্তি কমিটির সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছা. নাজমুন নাহার। তিনি পরীক্ষার শুরু থেকে ফলাফল প্রকাশ করা পর্যন্ত সার্বক্ষনিক তদারকি ও সহযোগিতা করে একটি সুন্দর ফলাফল উপহার দিয়েছেন ডিমলাবাসীকে।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত