![হবিগঞ্জে বড়দিন উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/habigonj-chirstmas_117018.jpg)
হবিগঞ্জ, ২৬ ডিসেম্বর, এবিনিউজ :শুভ বড়দিন উপলক্ষে হবিগঞ্জ খৃষ্টান মিশনে সকালে গির্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির বড়দিনের কেক কাটেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ড. জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক,এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন,এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো,চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম,আতাউর রহমান সেলিম,মিজানুর রহমান,এডভোকেট তাজ উদ্দিন সুফী , এডভোকেট মোচ্ছাব্বির বকুল প্রমূখ।
অনুষ্ঠান ঘোষণায় ছিলেন মাইকেল সরকার। পরে অনুষ্ঠানে আগত সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এবিএন/মো: নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর