শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে কৃষকলীগের বর্ধিত সভা

শিবপুরে কৃষকলীগের বর্ধিত সভা

শিবপুর (নরসিংদী) , ২৬ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আজ ২৫ ডিসেম্বর সোমবার বিকেলে শিবপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেনের পরিচালনায় সভার উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি মো: লাবিব উদ্দিন লাবিব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহ্জ্ব এড্যা. মো: নজরুল ইসলাম রিপন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কৃষক, শ্রমীক, মেহনতি মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার জন্য তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষে নিরলস ভাবে কাজ করছেন। আসুন আমরা সকলে মিলে হাতকে শক্তিশালী করি।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত