পাঁচবিবি (জয়পুরহাট), ২৬ ডিসেম্বর, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মার্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে খ্রীষ্ট ধর্মালম্বীরা যিশু খ্রীষ্টর জন্ম উপলক্ষ্যে বড়দিন উৎসব পালিত হয়েছে।
আজ সোমবার সকালে বাজিতপুর সেভেনথ্ ডে এ্যাডভান্টিষ্ট মারানাথা সেমিনারীতে বাইবেল পাঠ, দলীয় গান, দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন সেমিনারী পূর্ণিমা ও মারান্ডীর দল। বাইবেল পাঠসহ অনুষ্ঠান পরিচালনা করেন প্রিন্সিপাল দিপক মুর্মু।
বক্তব্য রাখেন- সেমিনারী শিক্ষক ইলিয়াস হেম্ব্রম, ডিন বিনয় রায়। দুপুরে মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার ২৩টি চার্চ গীর্জায় বড়দিন শান্তিপূর্ণভাবে পালনের খবর পাওয়া গেছে।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি