পঞ্চগড়, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : ‘হামার স্বপ্নের পঞ্চগড়, হামরা গড়িমো’ স্লোগানে আগামী দিনে স্বপ্নের পঞ্চগড় গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজনে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে স্বপ্নের পঞ্চগড় গড়ার রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ পঞ্চগড়ের সন্তান নাঈমুজ্জামান মুক্তা।
এ সময় তিনি আগামী দিনে পঞ্চগড়কে শিক্ষা, চিকিৎসা, কৃষি, সংস্কৃতিসহ সব দিক থেকে এগিয়ে নেয়ার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, সাংবাদিক মুন্নী সাহা, সাবেক সংসদ সদস্য ফরিদা আখতার হীরাসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।
এবিএন/ ডিজার হোসেন বাদশা/জসিম/নির্ঝর