শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইল ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

নড়াইল ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

নড়াইল ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

নড়াইল, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : নড়াইল ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা,বৈজ্ঞানিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার নড়াইলের করিম ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল মাছিমদিয়ায় সমিতির নিজস্ব ভবনে প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক ডা. এমএ ওয়াহাব এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, বৈজ্ঞানিক সেমিনার এর প্রধান আলোচক বিশিষ্ট ইউরোলজিক্যাল ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ সালাম, বিশেষ অতিথি ছিলেন ডিডি এলজি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এ্যাড, ইকবাল হোসেন সিকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন শৈলেন্দ্র নাথ সাহা, সাধরন সম্পাদকের রিপোর্ট পাঠ করেন সদস্য কাজি হাফিজুর রহমান, কোষাধক্ষ্যর রিপোর্ট পেশ করেন সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ খারুল আলম।

অনুষ্ঠানে অংশনেন মুক্তিযোদ্ধা এ্যাড. এসএ মতিন,প্রতিষ্ঠানের আবাসিক চিকিৎসক ডা. শ্যামল কৃষœ সাহা, ডা. অনিতা সাহা, সমিতির আজিবন সদস্য মুক্তিযোদ্ধা খান অহিদুজ্জামান বাবলু, সাইনটিফিক পার্টনার ইউনিমেড এন্ড ইউনি হেল্থ র্ফামা কোম্পানির প্রতিনিধি (এ এস এম) মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাবেক সম্পাদক এ্যাড আলমগির সিদ্দিকী।

উল্লেক্ষ্য ইউনিমেড এন্ড ইউনি হেলথ র্ফামা কোং লি. এর এমডি এম মোসাদ্দেক হোসেন নড়াইল ডায়াবেটিক সমিতিকে একটি এক্সরে ম্যাশিন প্রদান করেন এবং অনুষ্ঠানের বৈজ্ঞানিক সেমিনারে তারা বিভিন্ন উপকরন দিয়ে সহায়তা করে। সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞ্যপন করা হয়।

বিকালে চিত্রানদীতে নৌবিহারে চিত্রার গাছপালা বেস্টিত সবুজ পাড় অথিতিদের আনন্দ খোরাক তৈরি করে। সন্ধায় এসএম সুলতান চারু ও কারুকলা শিশুস্বর্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় নড়াইল ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা,বৈজ্ঞানিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত