শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীর মরজালে রিভলবার সহ সন্ত্রাসী আটক

নরসিংদীর মরজালে রিভলবার সহ সন্ত্রাসী আটক

নরসিংদী, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর মরজাল থেকে ফালু মিয়া (৩৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে মরজাল রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সচল রিভলবার জব্দ করা হয়। সে রায়পুরার বটিয়ারা এলাকার তাহের আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মরজাল রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে সচল রিভলবার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত ফালু মিয়া পুলিশের কাছে স্বীকারউক্তিতে বলেছে সে ডাকাত দলের অন্যতম সদস্য।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই রূপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার সঙ্গীয় র্ফোস নিয়ে মরজাল রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করি। এ সময় তার তল্লাসী চালিয়ে তার কাছ থেকে সচল রিভলবার জব্দ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ফালু মিয়া আমাদের কাছে স্বীকারউক্তিতে বলেছে সে তার নামে ডাকাতি মামলা আছে। আমরা তার সবকিছু খোঁজ-খবর নিয়ে তাকে আদালতে পেরন করা হবে।

এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত