শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দৌলতপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া), ২৬ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার সাদীপুর গ্রামের জুয়েল (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের মৃত হাবলু মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭ ৎটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোগলবাড়িয়া ইউপির সাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময় তাকে আটক করে।

উল্লেখ্য, জুয়েল সাদিপুর এলাকার গড ফাদার হিসাবে পরিচিত আল সালেহ মামুনের শ্যালক। তাকে গ্রেফতারের পর মোটা অংকের অর্থের বিনিময়ে এস আই রাজ্জাক ছেড়ে দেবার চেষ্টা করেছিল বলে এলাকাবাসী অভিযোগে জানিয়েছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, জুয়েল একজন চিন্থিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা ধরনের অসামাজিক কর্মকান্ডের অভিযোগ আছে।

এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

এবিএন/জহুরুল হক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত