![ডোমারে সরকারী জমি দখল করে রাস্তা বন্ধ করার অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/road_abnews_117095.jpg)
নীলফামারী, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডোমারে হাইওয়ে রাস্তার জমি দখল করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাগলা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
অভিযোগে জানা যায়,পাগলা বাজার এলাকার মৃতঃ মনছুর আলীর ছেলে নবীকুল ও মফিজার রহমান গত ২১/১২/২০১১ সালে বিশ্বরোডের জমির জন্য তাদের পৈত্রিক সম্পত্তি জেএলনং-২০ ও এসএ ১১৯ দাগের দুই শতক জমি সরকার অধিগ্রহন করলে তাদের ক্ষতিপুরন দেওয়া হয়।
ঐ দুইশতক জমির পর অবশিষ্ট আধাশতকসহ অন্য দাগের সাড়ে ছয় শতক জমি স্থানীয় আব্দুল খালেকের ছেলে আবু বক্কর সিদ্দিকের কাছে বিক্রয় করে। জমি বিক্রয়ের পর আবু বক্কর সিদ্দিক উক্ত জমিতে চাষাবাদ করে আসছে।
কিছুদিন পুর্বে রোডস এ্যান্ড হাইওয়ে থেকে রাস্তার সীমানা নির্ধারন করে সীমানা পিলার লাগিয়ে দেয়। সীমানা পীলার লাগিয়ে দেওয়ার পর জমিদাতা নবীকুল রাস্তার জমি দখল করে বাশ দিয়ে রাস্তার জায়গা ঘিরে রাখে। এবং সেখানে ঘড় তোলার পায়তারা করছে। উক্ত জমি বাশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ায় তার আশে পাশে যাদের জমি আছে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে জমির মালিকজন।
আবু বক্কর সিদ্দিক জানান, নবীকুল ও মফিজারে কাছ থেকে সাড়ে ছয় শতক জমি ক্রয়ের পর থেকে জমিতে চাষাবাদ করে আসছি। গত ২২ ডিসেম্বর জমিতে যাওয়ার জন্য বের হলে দেখতে পায় জমির রাস্তা বাশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়ে সরকারী জমিতে ইট ফেলে ঘড় করার পায়তারা করছে নবীকুল।
তবে নবীকুল জানান, ১১৯ দাগের আধা শতক জমি বিক্রয় করেছি তাদের কাছে। রাস্তার জায়গা হলে ছেড়ে দিব।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি