![বাউফলে এ্যাডভোকেসি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/baufal-map_117096.jpg)
বাউফল (পটুয়াখালী), ২৬ ডিসেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গরবার বিকেলে পরিবার পরিকল্পনা বিভাগের হল রুমে “পরিকল্পিত পরিবার গড়ি মাতৃমৃত্যু রোধ করি”প্রতিবাদ্য নিয়ে আগামী ৩০ডিসেম্বর/১৭ থেকে ৪ জানুয়ারী/১৮পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে মাঠ পর্যায় কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মজিবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, বাউফল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ প্রমুখ।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি