![আগৈলঝাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/agailjhara logo_117104.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৬ ডিসেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা নেতা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা প্রমুখ।
ক্রীড়া অনুষ্ঠানে ১২টি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী খেলা অংশগ্রহণ করে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি