হবিগঞ্জ, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : আজমিরিগঞ্জের সাবেক ইউপি সদস্য নুরুল আমীন (৪৫) হত্যা মামলার ৩২ আসামির জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে আসামিরা হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ধ্যায় শিবপাশা গ্রামে দু’দলের সংঘর্ষ হয়। ওই সময় টেঁটাবিদ্ধ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল আমিন মারা যান।
আহত হন আরও বেশ কয়েকজন। নিহতের ছোট ভাই জাহানুর মিয়া বাদী হয়ে ৭০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এবিএন/নুরুজ্জামান ভুইয়া/জসিম/এমসি