![গঙ্গাচড়ায় মার্জিনা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/scholar_abnews_117119.jpg)
গঙ্গাচড়া (রংপুর), ২৬ ডিসেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় আলহাজ্ব মার্জিনা ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মঞ্জুম আলী।
সরকারটারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারটারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আজিজুল ইসলাম, আলহাজ্ব মার্জিনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুলের সহকারী শিক্ষক মোর্শেদুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান ও সহকারী শিক্ষক, গণমাধ্যম কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৪ বছর ধরে লক্ষীটারী ইউনিয়নের ৪র্থ ও ৭ম শ্রেণির গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছেন। এ বছর মেধা মূল্যায়ন করে ২৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এবিএন/স্বপন/জসিম/এমসি