মুন্সীগঞ্জ, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : জঙ্গিবাদ ও মাদক দ্রব্যের বিরুদ্ধে আলেম ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজপি) একেএম শহিদুল হক বলেছেন, দেশে যাতে জঙ্গীবাদ না ঢুকে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
ধর্মের দোহাই দিয়ে জঙ্গিরা খন্ডিত আয়াত ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের এসব তৎপরতা থেকে বিরত রাখতে আলেমদের ভুমিকা রয়েছে। তিনি আজ জেলার শ্রীনগর উপজেলা সদরের পুরনো থানা এলাকায় পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর স্থাপন এবং মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিউনিটি পুলিশংয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতেত্বে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজান,পুলিশর সাবেক আইজি আওলাদ হোসেন কাঞ্চন ও অতিরিক্ত ডিআইজি (এস্ট্রেট) সোয়েব রিয়াজ বক্তব্য রাখেন।
আইজিপি বলেন, সোশাল মিডিয়ায় ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থির করে তুলেছে, তারা স্বাধীনতা বিরোধী চক্র।
তিনি বলেন, জঙ্গিবাদ নির্মুলে পুলিশ ৪৫টি জঙ্গি আস্তানায় হানা দিয়ে তাদের নির্মুল করেছে, যা বিশ্বে রোল মডেল। পুলিশ প্রধান বলেন, আন্দোলনের নামে একটি রাজনৈতিক দল পুলিশকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালিয়েছিল।। যা ইতিহাসে বিরল ঘটনা। তারা ২০১৩ সালে বিভিন্ন কর্মসূচীর নামে ১৬ জন পুলিশ হত্যা এবং ৩শ’ পুলিশকে পঙ্গু করেছে।
তিনি বলেন, পুলিশ সাধারণ মানুষের বন্ধু। মানুষের সাথে দূরত্ব কমিয়ে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কমিউনিটি পুলিশ গঠন করা হয়। পুলিশের সাথে সাধারণ মানুষের সেতুবন্ধন সৃষ্টির জন্যই কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। এখন প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশের কমিটি রয়েছে। কমিনিটি পুলিয়ের সদস্যরা অনেক সমস্যা স্থানীয়ভাবে সমাধান করছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ৫ কোটি টাকা অনুদান দিয়ে এই কল্যাণ ট্রাস্ট গঠন করেন। এই টাকা বিনিয়োগে আয় করে পুলিশের কল্যাণে ব্যবহার করা হয়। এরই ধারাবাহিকতায় আজ পুলিশ পাপ্লা হচ্ছে। পুলিশ প্লাজা উদ্বোধন শেষে আইজিপি শ্রীনগর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া ও কুমিল্লার আরও দুইটি পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক প্রবীর কুমার গাঙ্গলি ও পুলিশের উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেনকে সম্মাননা দেওয়া হয়।
মুন্সীগঞ্জে এটি প্রথম পুলিশ প্লাজা হতে যাচ্ছে। প্রায় দেড় একর জমিতে আটতলা বিশিষ্ট এই প্লাজার ছয় তলা পর্যন্ত থাকছে দোকান। প্রস্তাবিত নকশা অনুযায়ী, এক হাজার দোকান হবে এবং সপ্তম তলায় থাকবে ফুডকোড ও ৮ম তলায় আধুনিক সিনেপ্লেক্স হবে। বাংলাদেশ কল্যাণ ট্রাষ্ট এই পুলিশ প্লাজার বাস্তাবায়ন করছে। বাসস।
এবিএন/মমিন/জসিম