শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লোহাগড়ায় উদ্বোধন হল ৩দিন ব্যাপি উপজেলা আয়কর মেলা

লোহাগড়ায় উদ্বোধন হল ৩দিন ব্যাপি উপজেলা আয়কর মেলা

লোহাগড়ায় উদ্বোধন হল ৩দিন ব্যাপি উপজেলা আয়কর মেলা

নড়াইল, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : লোহাগড়ায় শুরু হল ৩দিন ব্যাপি উপজেলা আয়কর মেলা। পরিদর্শী রেন্জ -২ কর অনচল যুগ্ম কর কমিশনার মোঃ সন্জুরুল আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে কর মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী অফিসার মনিরা পারভীন, মুক্তিযোদ্ধা ফকির মফিজুল হক, উপ কর কমিশনার মোঃ আমিনুল ইসলাম, কৃষি অফিসার সমিরেন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মেঃ শহিদুর ইসলাম প্রমুখ।

এ ছাড়াও উপস্হিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, আয়কর দাতা নিচসা’র জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক সাথি তালুকদার সহ আরো অনেকে। মেলায় প্রথম দিনে ২০জন করদাদার কাছ থেকে ৫৫,৭০২ টাকা আয়কর আদায় করে,পরে তাদের সর্টিফিকেট প্রদান করেন আয়কর কর্মকর্তা সহ অতিথিগন। মেলা আগামি শুক্রবার পর্যন্ত চলবে বলে জানান কর কর্মকর্তা উপ কর কমিশনার মোঃ আমিনুল ইসলাম।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত