শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠীতে আ’লীগ নেতার পুত্রের আত্মহত্যা

ঝালকাঠীতে আ’লীগ নেতার পুত্রের আত্মহত্যা

ঝালকাঠি, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া পশ্চিমপাড় গ্রামের নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যাকারী যুবক অপু মোল্লা (৩৩) এর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত ৭টায় উপজেলার আমুয়া পশ্চিমপাড় গ্রামে এঘটনার পর পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে। মঙ্গলবার সকালে আ’লীগ নেতার পুত্র নিহত যুবক অপু মোল্লার লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে প্রেরন করে।

নিহতের স্ত্রী ও পুলিশ সূত্রে জানাগেছে, ঘটনার দিন রাত ৭টার দিকে অপু মোল্লা তাদের ঘরের একটি রুমের মধ্য ডুকে দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগায়। কিছু সময় পর অপুর স্ত্রী দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে ডাকচিৎকার দেয়। তার ডাকচিৎকারের শব্দে এলাকাবাসী ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে ফ্যানের সাথে ঝুলন্ত অপুর লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।

কাঠালিয়া থানা পুলিশ আরো জানায়, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মো. আলতাফ হোসেন মোল্লার পুত্র অপু মোল্লার লাশ উদ্ধার করে। স্থানীয় একটি সূত্র মৃত অপু মোল্লা মাদকাসক্ত ছিল বলে জানায়। অপুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য এলাকার সর্বস্থরের মানুষ আমুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসে।

অন্যদিকে খবর পেয়ে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, আমুয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সহসভাপতি জাকির হোসেন শাহীন মোল্লাসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।

কাঠালিয়া থানা পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্ত ও পরিবারের সদস্যদের সাথে আলাপকালে নিহত যুবক অপু মোল্লা আত্মহত্যা কারেছে বলে জানিয়েছে। ঘটনার বিষয়ে একটি ইউডি মামলা দায়ের পূর্বক মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারন জানাযাবে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত