![সেনবাগে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/senbag-news-pic-27_117259.jpg)
সেনবাগ (নোয়াখালী), ২৭ ডিসেম্বর, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের বৃত্তিতে অভিযান পরিচালনা করে দেশিয় তৈরি পাইপগান, গুলি, ইয়াবাসহ ফখরুল ইসলাম পলাশ কে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাতে সেনবাগ কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পলাশ উপজেলার বীজবাগ গ্রামের রফিক উল্যা ছকিদারের ছেলে।
থানাসুত্রে জানা গেছে, ঘটনার রাতে থানায় গোপনে খবর আসে সেনবাগ কলেজ এলাকা অস্ত্রসহ পলাশ অবস্থান করছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশিয় তৈরি একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ১৫ পিচ ইয়াবাসহ পলাশকে আটক করে।
সেনবাগ থানার অফিসার ইনচাজ মো হারুন আর রশিদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন পলাশের নামে কয়েকটা অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক